প্রকাশিত: Wed, May 24, 2023 4:49 PM
আপডেট: Mon, May 12, 2025 9:10 PM

নির্বাচন পদ্ধতির পরিবর্তন দেখতে চাই: জিএম কাদের

মোস্তাফিজার বাবলু: বুধবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। সরকারের নিয়ন্ত্রণের ভেতর থেকে যে নির্বাচন হচ্ছে, সেখানে সরকার ইচ্ছে মতো জয় পরাজয় নির্ধারন করছে। এটাকে কোনো নির্বাচন ব্যবস্থা বলা যায় না। কাজেই দুটি ব্যবস্থার বাইরেও একটি ব্যবস্থা দরকার।  যেখানে জনগণ তাদের ভোটাধিকার সম্পর্কে নিশ্চিত হতে পারবে। এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তাই আগামী দিনে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প বড় দল হিসেবে কীভাবে জনগণের ভোটে সরকার গঠন করা যায়, সেই লক্ষ্য নিয়ে সারাদেশে দল গোছানোর কাজ চলছে।

এসময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিটি মেয়র  মোস্তাফিজার রহমান মোস্তফা এবং জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব